চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজে স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথমবর্ষের ওরিয়েন্টশন ক্লাস অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথমবর্ষের ছাত্রীদের ওরিয়েন্টশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় কলেজ অডিটোরিয়ামে এ ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান। ওরিয়েন্টশন ক্লাসের সভাপত্বি করেন অনার্স কোর্স ভর্তি কমিটির আহ্বায়ক ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. মামুন অর রশিদ। এ সময় বিশেষ ছিলেন সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. শহীদুল ইসলাম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আব্দুর রশিদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহজাহান আলী ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মুহা. আবু বকর। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সোনিয়া রহমান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজে প্রথমবারের মতো রিলিজ স্লিপে ১৭ জন ছাত্রী স্নাতক (সম্মান) শ্রেণির প্রথমবর্ষে ভর্তি হয়েছে। এর মধ্যে বাংলা বিভাগে দুজন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ১৩ জন ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে দুজন ছাত্রী ভর্তি হয়েছে। এ সময় ছাত্রীদের ফুল দিয়ে বরণ এবং ক্লাস রুটিন তুলে দেয়া হয়।

চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান বলেন, মহিলা কলেজে অনার্স কোর্সে প্রতিটি বিষয়ে ৫০ জন ছাত্রী ভর্তি সুযোগ রয়েছে। দ্বিতীয় রিলিজ স্লিপে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির সুযোগ প্রদান করলে প্রতিটি বিষয়ে অবশিষ্ট শূন্য আসনে ছাত্রী ভর্তি হবে বলে আশা করছি। কলেজে পর্যাপ্ত বই ও লাইব্রেরি থাকায় ক্লাস শেষে অবসর সময়ে নিয়মিত লাইব্রেরি ওয়ার্ক করার জন্য ছাত্রীদের পরামর্শ দেয়া হয়।