অন্ধকারে দেখার ওষুধ!

মাথাভাঙ্গা মনিটর: অন্ধকারে খালি চোখেই দেখা গেলে কতোই না ভালো হতো! এবার সে উপায়ই খুঁজে বের করলো যুক্তরাষ্ট্রের সায়েন্স ফর দ্য মাসেস নামের একটি সংগঠন। যদিও সেটা গবেষণাতেই সীমাবদ্ধ এখনও। নিজেদের বায়োহ্যাকার্স পরিচয়দানকারী সংগঠনটির গবেষক দল গভীর সমুদ্রে এক মাছের শরীরে পাওয়া বিশেষ তরল এক ব্যক্তির চোখে দেয়ায় তিনি অন্ধকারেও ৫০ মিটার পর্যন্ত দেখতে পান।

এক খবরে বলা হয়, মাছের শরীরে প্রাপ্ত এক ধরনের ক্লোরোফিল ক্লোরিন ই৬ বা সিই৬ কোথাও কোথাও রাতকানা রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছিলো। দলটির সদস্য জেফরি বলেন, অনেক গবেষণাতেই ইঁদুরের মতো প্রাণীর শরীরে এ তরল প্রয়োগের কথা উঠে এসেছে। আর ষাটের দশক থেকেই ক্যান্সারের চিকিৎসায় এর ব্যবহার হচ্ছে।

গবেষক দলটি লিসিনা নামের এক ব্যক্তির চোখে ৫০ মাইক্রোলিটার সিই৬ দিয়ে অন্ধকার মাঠে নিয়ে যান। প্রথমে ১০ মিটার দূর পর্যন্ত নানা বস্তুর অবয়ব বুঝতে পারেন লিসিনা। খুব দ্রুতই আরও দূরের বস্তু এবং নড়াচড়া করতে থাকা মানুষও দেখতে পারেন তিনি। একপর্যায়ে ৫০ মিটার দূরে গাছের সামনে দাঁড়িয়ে থাকা মানুষের অবয়বও বুঝতে পারেন।