সিরিয়ার ইদলিব ইসলামপন্থি বিদ্রোহীদের দখলে

মাথাভাঙ্গা মনিটর: সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রথমবারের মতো ইদলিব শহরের দখল নিয়েছে আল কায়েদা সংশ্লিষ্ট নুসরা ফ্রন্টসহ কয়েকটি ইসলামপন্থি বিদ্রোহী গোষ্ঠি। উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রাদেশিক রাজধানী ইদলিব দখলের মাধ্যমে কট্টর ইসলামপন্থি বিদ্রোহীরা রাক্কা প্রদেশের পর দ্বিতীয় প্রদেশ ইদলিবেরও দখল নিলো। রাক্কা প্রদেশটি ইসলামিক স্টেটের (আইএস) দখলে আছে। কট্টর ইসলামপন্থি বিদ্রোহী গোষ্ঠি নুসরা ফ্রন্ট, আহরার আলইসলাম আন্দোলন এবং জুন্দ আল আকসা মিলে ইসলামপন্থি সুন্নি বিদ্রোহী গোষ্ঠিগুলোর একটি জোট গঠন করেছে, তবে এ জোটে আইএস নেই। আইএস তাদের প্রতিদ্বন্দ্বী। গত মঙ্গলবার ইদলিব দখলে নেয়ার জন্য হামলা শুরু করেছিলো বিদ্রোহী জোটটি। তবে ইদলিবের পতনের বিষয়ে তাৎক্ষণিকভাবে সিরীয় কর্মকর্তাদের মন্তব্য জানা যায়নি। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, লড়াই চলছে এবং সেনাবাহিনী শহরটির উত্তর, পূর্ব ও দক্ষিণ দিক থেকে অগ্রসরমান বিদ্রোহীদের রুখে দিয়েছে। সেনাবাহিনীর পাল্টা হামলায় কয়েকশ বিদ্রোহী নিহত হয়েছেন জানিয়ে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন বলেছে, পরিস্থিতি আগের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সেনাবাহিনী মরণপণ লড়াই করছে। ইদলিব দখলের জন্য হামলাকারী বিদ্রোহী বাহিনীগুলোর ইন্টারনেটে পোস্ট করা ভিডিওতে বিদ্রোহী যোদ্ধাদের ইদলিবে রাস্তাগুলোতে ঘুরে বেড়াতে দেখা গেছে। ভিডিওটিতে বলা কথাতে ওই বিদ্রোহীরা দাবী করেছেন, তারা শহরের কেন্দ্রস্থলে আছেন।

Leave a comment