স্টাফ রিপোর্টার: যশোরের মনিরামপুর উপজেলার বাঁশডাঙ্গা গ্রামে মানোয়ার হোসেন (২৭) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। গতরাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। মনোয়ার হোসেন ইমারত নির্মাণশ্রমিক ছিলেন। তার বাড়ি বাঁশডাঙ্গা গ্রামে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, রাতে বাঁশডাঙ্গা গ্রামের একটি বাড়িতে পূর্বপরিচিত দু ব্যক্তির সাথে মানোয়ার দাওয়াত খেতে যান। সেখান থেকে ফেরার পথে বাঁশডাঙ্গা স্কুলমাঠের পাশে পৌঁছুলে পরিচিত দুজনের মধ্য থেকে একজন মানোয়ারকে গুলি করেন। গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন তাকে মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
মনিরামপুর থানার ওসি খবির উদ্দীন মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মানোয়ারের সাথে থাকা দুজনের একজন এ ঘটনার সাথে জড়িত। হত্যাকারীকে আটকের চেষ্টা চলছে। পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।