মিস ইন্ডিয়া খেতাব জিতলেন দিল্লির অদিতি

 

মাথাভাঙ্গা মনিটর: চলতি বছর মিস ইন্ডিয়া খেতাব পেয়েছেন দিল্লির মেয়ে অদিতি আরিয়া। শনিবার রাতে মুম্বাইয়ের যশরাজ স্টুডিওতে জমকালো এক অনুষ্ঠানে সেরার মুকুট জয় করেছেন তিনি। ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতার ৫২তম আসরে প্রথম রানারআপ হয়েছেন  আফরিন ৱ্যাচেল ও দ্বিতীয় হয়েছেন ভর্তিকা সিং। মিস ইন্ডিয়া খেতাব পাওয়ায় এ বছর মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করবেন অদিতি। আর দু রানারআপ আফরিন ও ভর্তিকা আন্তর্জাতিক বিভিন্ন সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।