ভারতের শিলিগুড়িতে ৮৭ কেজি সোনা উদ্ধার

মাথাভাঙ্গা মনিটর: ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ির কাছের একটি এলাকা থেকে ৮৭ কেজি সোনা উদ্ধার করেছেন ভারতের শুল্ক গোয়েন্দারা। উদ্ধারকৃত সোনার বাজারমূল্য ২৫ কোটি রুপি। এটাই ভারতে এ যাবত্কালের সবচেয়ে বড় সোনার চালান ধরার ঘটনা। মিয়ানমার থেকে মণিপুর সীমান্ত দিয়ে ভারতে ঢুকিয়ে এসব সোনা কোলকাতা নেয়ার পথে ধরা পড়ে। এ ঘটনায় গ্রেফতার দুজনকে গত শনিবার শিলিগুড়ির একটি আদালতে হাজির করা হয়। প্রতিবেদনে বলা হয়, শুল্ক গোয়েন্দা অধিদফতরের কর্মকর্তারা শুক্রবার শিলিগুড়ির কাছে একটি গাড়ি আটকে তল্লাশি চালান। প্রাথমিকভাবে গাড়িতে কিছু পাওয়া না গেলেও পরে ইঞ্জিনের ঢাকনার নিচে সোনার প্যাকেটগুলো পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে, কোলকাতার এক বাসিন্দার কাছে তাদের এ সোনা পৌঁছে দেয়ার কথা ছিলো।

Leave a comment