কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গায় বিক্ষোভের খবর মেলেনি
স্টাফ রিপোর্টার: ফের হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। আজ সোমবার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টা দেশব্যাপি সর্বাত্মক এ হরতাল ডাকা হয়েছে। তবে হরতালের আওতামুক্ত রাখা হয়েছে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীকে। এদিকে গতকাল সোমবার সারাদেশে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে। মেহেরপুরে এ বিক্ষোভ মিছিল হলেও চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিলের খবর পাওয়া যায়নি। গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত বিএনপির তরফে কোনো বিজ্ঞপ্তিও মাথাভাঙ্গা দফতরে দেয়া হয়নি। অপরদিকে মেহেরপুরে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। গতপরশু রাত থেকে গতকাল পর্যন্ত বিএনপি-জামায়াতের ৩০ জন নেতাকর্মী সমর্থককে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, গতকাল রোববার বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু স্বাক্ষরিত এক বিবৃতিতে হরতালের ঘোষণা দিয়ে বলা হয়, বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদসহ বিরোধী দলের গুম হওয়া নেতাকর্মীদের তাদের পরিবারের কাছে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেয়ার দাবিতে এ হরতাল আহ্বান করা হয়েছে। বিবৃতিতে বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব সালাহ উদ্দীন আহমেদসহ বিরোধী দলের গুমকৃত অন্যান্য নেতাকর্মীদের অবিলম্বে তাদের পরিবারের কাছে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেয়ার আহ্বান জানানো হয়। তিনি সরকারকে আলোচনার আহ্বান জানিয়ে বলেন, এখনও সময় আছে-আলোচনার মাধ্যমে জাতীয় এ মহাসঙ্কট উত্তরণে উদ্যোগী হোন।
মেহেরপুর অফিস জানিয়েছে, বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহম্মদকে ফিরিয়ে দেয়াসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল করেছে ২০ দলীয় জোট। গতকাল রোববার সকাল ৯টায় সাবেক এমপি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে শহরের কাথুলি বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বড়বাজার চার রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, শ্রমিকদলের আহ্বায়ক আহসান হাবিব সোনাসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।
অপরদিকে গত শনিবার রাতে জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি-জামায়াতের ৩০ কর্মী-সমর্থককে আটক করেছে মেহেরপুর পুলিশ। মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, সদর থানা পুলিশ ৮ জন, গাংনী থানা পুলিশ ১৬ জন ও মুজিবনগর থানা পুলিশ ৬ জনকে আটক করেছে। এদের মধ্যে দুজন জামায়াতকর্মী এবং বাকিরা বিএনপি কর্মী-সমর্থক। আটককৃতদের মধ্যে কয়েকজনের নামে আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। আটক ৩০ জনকেই আদালতের সোপর্দ করা হবে।