স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আওয়ামী লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সম্মেলন কবে? মেহেরপুর, কুষ্টিয়া ও ঝিনাইদহসহ পার্শ্ববর্তী জেলা শাখার সম্মেলন উৎসবমুখর পরিবেশে ধুমধামের সাথে সম্পন্ন হওয়ার পর চুয়াডাঙ্গার রাজনৈতিক পর্যবেক্ষক মহলে এ প্রশ্ন দানা বেধেছে।
দায়িত্বশীল বেশ কয়েকজন নেতার সাথে যোগাযোগ করা হলে তারা বলেছেন, এখনও চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা হয়নি। চূড়ান্ত হলেই তা জানানো হবে। তবে শিগগিরই দিনক্ষণ জানা যাবে বলে আমরা আশা করছি। ২০০৪ সালে সম্মেলনের পর আর সম্মেলন হয়নি। সূত্র বলেছে, গত মাসের শেষের দিকে সম্মেলনের প্রাথমিক দিন নির্ধারণ করা হলেও শেষ পর্যন্ত তা স্থগিত হয়। পরে দিনক্ষণ জানানো হবে হচ্ছের মধ্যেই ঘুরপাক খাচ্ছে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সম্মেলন। তবে সম্মেলন নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আগ্রহের কমতি নেই।
ইতোমধ্যেই ‘চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দারকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চাই’ স্লোগান সংবলিত ব্যানারও চুয়াডাঙ্গার শহীদ হাসান চত্বরে ঝুলানো হয়েছে। এ ব্যানার দেখেও অনেকে জেলা আওয়ামী লীগের সম্মেলন কবে? তা নিয়ে আলোচনা শুরু করেছে।
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এখনও চূড়ান্ত দিনক্ষণ নির্ধারণ করে জানানো হয়নি। তবে প্রস্তুতি চলছে।