মাথাভাঙ্গা মনিটর: নোবেলজয়ী সুইডিশ কবি ও মনোস্তত্ববিদ টমাস ট্রান্সট্রোমার আর নেই। ৮৩ বছর বয়সী এ কবি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভোগছিলেন। খবরে বলা হয়েছে, ১৯৯০ সালে স্ট্রোকের কারণে বাকশক্তি হারানো এ কবি গত বৃহস্পতিবার স্টকহোমে অসুস্থ বোধ করলে সেখানেই মারা যান। ট্রান্সট্রোমারের কবিতা বিশ্বের ৫০টিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে। ২০১১ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।