টিপ্পনী

খবর:(সুমিরদিয়ার এক যুবককে দলেচটকে আহত করেছে ৪ যুবক)
ওরা হলেন লাটের পোলা
মাল খেয়ে চোখ ঘোলা ঘোলা
আইন কানুন তুলে লাটে
হামবড়া ভাব নিয়ে হাটে।

হাতের কাছে গরিব পেলে
গর্ত ডোবায় দেবে ফেলে
সব সেয়ানার সেয়ান তারা
স্বার্থ নিয়ে পাগলপারা।

চটকে দলে মানুষ মারে
খুন খারাবি করতে পারে
জিম্মি পুলিশ ওদের কাছে
কারণ আছে কারণ আছে।

-আহাদ আলী মোল্লা

Leave a comment