জীবননগর সাংবাদিক সমিতি নিয়ে মাহতাব উদ্দিনের বিবৃতি

 

‘জীবননগরের ইতিহাসে সর্বপ্রথম বাংলাদেশ সাংবাদিক সমিতির কমিটি গঠন’ শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা নিয়ে বিবৃতি দিয়েছেন সাংবাদিক সমিতি কেন্দ্রীয় কমিটির নেতা ও চুয়াডাঙ্গা জেলা শাখার সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক মাহতাব উদ্দিন।

এক বিবৃতিতে তিনি বলেছেন, ১৯৯০ সালে বিজয় কুমারকে সভাপতি ও আনোয়ারুল কবিরকে সাধারণ সম্পাদক করে জীবননগর উপজেলা সাংবাদিক সমিতির কমিটি গঠন করা হয়। পরবর্তীতে ২০০৮ সালে ওয়ালিউল ইসলাম রঞ্জুকে সভাপতি ও আবজালুর রহমান ধীরুকে সাধারণ সম্পাদক করে সাংবাদিক সমিতির কমিটি গঠন করা হয়। যার কার্যক্রম চলমান। এ অবস্থায় জীবননগরে সাংবাদিক সমিতির যে কমিটি গঠন করা হয়েছে তা বিধি সম্মতভাবে করা হয়নি। এ কারণে ওই কমিটির কোনো ভিত্তি নেই। কমিটি গঠনের আগে জেলা কমিটির মাধ্যমে কেন্দ্রীয় কমিটির অনুমোদন থাকা আবশ্যক। তাদের অনুমোদনপ্রাপ্ত কাগজপত্র জেলা কমিটি অগ্রায়িত করার পরই কেবল উপজেলা শাখা কমিটি গঠন করা বৈধ হবে। এছাড়া জীবননগরের ইতিহাসে সর্বপ্রথম বাংলাদেশ সাংবাদিক সমিতির প্রথম কমিটি গঠন বলে দাবি করা হয়েছে, সেটিও বিভ্রান্তিকর। এদিকে বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির তৎকালীন সদস্য মো. আনোয়ারুল কবির জানান, জীবননগরের ইতিহাসে সর্বপ্রথম বাংলাদেশ সাংবাদিক সমিতির প্রথম কমিটি গঠন শিরোনামে যে মিথ্যা প্রতিবেদন প্রকাশিত হয়েছে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।