জীবননগর বালিহুদায় চাচাতো ভাইদের হামলায় নারীসহ জখম ৩

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার বালিহুদা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধে চাচাতো ভাইদের হামলায় মহিলাসহ ৩ জন রক্তাক্ত জখম হয়েছে। আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার দুপুরে এ রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটে।

অভিযোগে জানা যায়, জীবননগর উপজেলার বালিহুদা গ্রামের মৃত জহর আলী মণ্ডলের ছেলে সাহেব আলী তার চাচাতো ভাইদের নিকট থেকে ১৯৭৮ সালে দু বিঘা জমি খরিদ করে। ওই জমিতে এবার তিনি এ চাষাবাদ করে আসছেন। এবার তিনি ওই জমিতে ভুট্টার চাষ করেন। ভুট্টা কেটে যথারীতি গতকাল চাষ দেয়া শুরু করেন। এ সময় মৃত আয়েত আলীর ছেলে ফারুক, মৃত হাকিম আলীর ছেলে আবুল কাশেম ও আবুল হাশেমসহ ৭-৮ জন দেশীয় অস্ত্র নিয়ে সাহেব আলীর ওপরে হামলা করে। এ সময় তারা পিটিয়ে ও কুপিয়ে সাহেব আলী, তার স্ত্রী রিজিয়া বেগম, পুত্রবধূ রেক্সনা খাতুনকে জখম করে। আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।