জীবননগরে মারামারির ঘটনায় অবশেষে মামলা দায়ের

জীবননগর ব্যুরো: স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের চাঁদা তোলা নিয়ে দ্বন্দ্বের জের ধরে মারামারির ঘটনায় জীবননগর থানায় ৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে আলী হোসেন বাবু বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

অভিযোগে জানা যায়, কাশিপুর গ্রামে স্বাধীনতা দিবস পালন নিয়ে একই গ্রামের মহাম্মদ আলীর ছেলে আলী হোসেন বাবু গ্রুপের সাথে আব্দার আলীর ছেলে ডাবলু গ্রুপের বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে ডাবলু গ্রুপ গত ১২ মার্চ হামলা চালিয়ে তাদেরকে আহত করে। এ ঘটনার মীমাংসা করে দেয়ার কথা বললেও জনপ্রতিনিধিরা শেষ পর্যন্ত তা করতে ব্যর্থ হন। অবশেষে ৭ জনকে আসামি করে জীবননগর থানায় মামলা দায়ের করা হয়।