সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার সদরের সুবদিয়া কাচারিপাড়ার সিপি গেটের সামনে দু পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে একপক্ষ শেখ কামাল স্মৃতি সংসদের শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ সাইনবোর্ডটি ভাঙচুর করেছে।
ঘটনা সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদরের পদ্মবিলা ইউনিয়নের সুবদিয়া কাচারিপাড়ায় গত বছর সাবেক চেয়ারম্যান আবু তাদের বিশ্বাস যুবলীগের নেতাকর্মীদের নিয়ে শেখ কামাল স্মৃতি সংসদ নামের একটি ক্লাব তৈরি করেন। গতকাল সন্ধ্যায় ক্লাবের সভাপতি ওমর ফারুকসহ ১০-১২ জন ক্লাবের পাশে চাতালে বসে গল্প করছিলো। এ সময় প্রতিপক্ষ আ.লীগ নেতা বজলুর রহমান গ্রুপের সমর্থদের সাথে বাগবিতণ্ডা হয়। প্রতিপক্ষ বজলু গ্রুপের লোকজন ক্লাবের সাইনবোর্ড ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করে।
শেখ কামাল স্মৃতি সংদদের সভাপতি যুবলীগ নেতা ওমর ফারুক জানান, সন্ধ্যায় বজলু গ্রুপের সমর্থদের বাগবিতণ্ডার জের ধরে বজলু গ্রুপের সেলিম, ছাত্তার, বকুল, কুদু, রশিদ, সাইদুর, ছাত্তার বুলবুল মিলে আমাদের ক্লাবের সামনে থাকা সাইনবোর্ড ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করেছে।
প্রতিপক্ষ বজলুর রহমান জানান, আমার লোকজন এ ধরনের কোনো ঘটনা ঘটায়নি। নিজেরা এ ঘটনা ঘটিয়ে আমাদের ওপর দায় চাপাচ্ছে। সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের এএসআই সালেকুজ্জামান জানান, সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে ক্লাবের সভাপতি ওমর ফারুক বাদী হয়ে সদর থানায় বজলু, সেলিম, ছাত্তারসহ ৯ জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেছেন।