গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে ৯ জুয়াড়ি ও ৩ মাদকব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার পৃথক তিনটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ড দেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল আমিন। দণ্ডপ্রাপ্ত ৯ জুয়াড়ি ও ২ মাদকব্যবসায়ী গাংনী থানা পুলিশ এবং অপর এক মাদকব্যবসায়ীকে ৱ্যাব আটক করে।
গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, গত শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বাওট মাদরাসার পেছনে বাঁশবাগানের জুয়োর আসর থেকে ছাতিয়ান গ্রামের শুকুর আলীর ছেলে শরীফ (৪০), শমসের আলীর ছেলে শহীদুল (৫৫), ফয়েজ আলীর ছেলে আলীফ (৪০), লুৎফর আলীর ছেলে সোহেল রানা (৪৫), সামসুদ্দিনের ছেলে আজিজুল (৩৫), নুর বক্সের ছেলে শহিদুল (৪৫), মেহের আলীর ছেলে আক্কাছ (৫৫), বাওট গ্রামের পলান মণ্ডলের ছেলে বাবলু (৩৫) ও ওয়াজেদ আলীর ছেলে বকুলকে (৩৫) আটক করা হয়। উদ্ধার করা হয় ৩ সেট তাস ও নগদ ৫ হাজার একশ টাকা। গতকাল সকালে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাদেরকে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে এক মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই সাথে জুয়োর আসর থেকে জব্দকৃত টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হয়।
অপরদিকে পুলিশের অপর একটি টিম গতকাল রোববার ভোর রাতে গাঁজাব্যবসায়ী রায়পুর গ্রামের হাজারি বিশ্বাসের ছেলে ফুরাদ আলীকে (৪৫) ১০ গ্রাম গাঁজাসহ ও বামন্দীর খোদা বক্সের ছেলে জয়নাল আবেদীনকে (৫৫) ২০ গ্রাম গাঁজাসহ আটক করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদেরকে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে এক বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
অপরদিকে গতকাল বিকেলে রামকৃষ্ণপুর ধলা সড়কে অভিযান চালিয়ে জাহাঙ্গীর হোসেন (৩৯) নামের এক মাদকব্যবসায়ীকে সাড়ে ৭শ গ্রাম গাঁজাসহ আটক করে ৱ্যাব। বিকেলে তাকে ভ্রাম্যমাণ আদালত সোপর্দ করা হয়। উপজেলা নির্বাহী অফিসারের ভ্রাম্যমাণ আদালত তাকে দেড় বছরের কারাদণ্ড প্রদান করেন। দণ্ডিত আসামিদেরকে গতকালই মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান গাংনী থানার ওসি।