চুয়াডাঙ্গার সরিষাডাঙ্গায় মহান স্বধীনতা দিবস উপলক্ষে ৪ দিনব্যাপি সাংস্কৃতিক অনুষ্ঠান
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার সরিষাডাঙ্গায় মহান স্বধীনতা দিবস উপলক্ষে ৪ দিনব্যাপি সাংস্কৃতিক অনুষ্ঠানের আজ শেষ দিন। এ দিনে শো থাকছে দুটি। আয়োজকরা বলেছেন, সন্ধ্যা ৬টা এবং রাত ১০টায় দুটি শোর ব্যবস্থা করা হয়েছে। এদিনে থাকছে ভারতীয় জনপ্রিয় বাংলা চ্যানেল স্টার জলসা মা সিরিয়ালের ঝিলিক, মহুয়া, টাপুরটুপুর সিরিয়ালের রাতুল মাস্টার, ইন্দ্রজিৎ (ইন্দ্র), সঙ্গীতশিল্পী এমডি কুদ্দুস, জি বাংলা সারেগামা সঙ্গীতানুষ্ঠানের তারকাশিল্পী মৌমিতাসহ অনেকে।
সরিষাডাঙ্গা বিশু শাহ বাউল একাডেমীর মুক্ত মঞ্চে মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দারের সহযোগিতায় ৪ দিনব্যাপি সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম দিন গান পরিবেশন করেন বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস, শাহ সিমেন্ট নির্মাণ তারকা চ্যাম্পিয়ন সুমন, এসএ সঞ্চয় ও নাহিদ আফরোজ। দ্বিতীয় দিন গান পরিবেশন করেন বিটিভি’র জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির আকবর, ভারতীয় টিভি চ্যানেল জি বাংলার সুরদরিয়া অনুষ্ঠানের শিল্পী মোস্তফা। গতকাল গান পরিবেশন করেন যদি তরিতে বাসনা থাকে গান খ্যাত শিল্পী শাহাবুলসহ স্থানীয় শিল্পীবৃন্দ। আয়োজকদের পক্ষে জানানো হয়েছে আজ শেষ দিন অনুষ্ঠানে থাকছে ভারতীয় জনপ্রিয় বাংলা চ্যানেল স্টার জলসা ও জি বাংলার ২৯ সদস্য বিশিষ্ট একটি টিম। তাদের মধ্যে অন্যতম স্টার জলসার মা সিরিয়ালের ঝিলিক, মহুয়া, টাপুরটুপুর সিরিয়ালের রাতুল মাস্টার, ইন্দ্রজিৎ (ইন্দ্র), সঙ্গীতশিল্পী এমডি কুদ্দুস, জি বাংলা সারেগামা সঙ্গীতানুষ্ঠানের তারকা শিল্পী মৌমিতাসহ অনেকে।