স্টাফ রিপোর্টার: আসছে ৪ এপ্রিল সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৩ প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরইমধ্যে অনুষ্ঠান আয়োজনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। অনুষ্ঠানে সাংস্কৃতিক আয়োজনে জনপ্রিয় ও বিশিষ্ট শিল্পীদের গান পরিবেশনার পাশাপাশি থাকবে চলচ্চিত্র শিল্পীদের নাচের পারফর্মেন্স। এবারের আয়োজনে চিত্রনায়িকা কবরীকে আজীবন সম্মাননা প্রদান করা হবে। তাই সাংস্কৃতিক আয়োজনে কবরী অভিনীত বাছাইকৃত কয়েকটি ছবির গানের সঙ্গে পারফর্ম করবেন জনপ্রিয় নায়ক-নায়িকারা। এরমধ্যে জুটিবদ্ধ পারফর্ম করবেন ওমর সানি-পপি, আমিন খান-নিপূণ, জায়েদ খান-ববি ও নিরব-মেহজাবিন। প্রাথমিক পর্যায়ে এদেরকে নিয়েই এফডিসিতে মহড়া চলছে। চিত্রসংশ্লিষ্ট সাংস্কৃতিক এ আয়োজনের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন চলচ্চিত্র পরিচালক মুশফিকুর রহমান গুলজার। কিন্তু এ আয়োজন নিয়ে এরইমধ্যে শিল্পীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। কারণ জুটিবদ্ধ শিল্পীদের পারফর্ম করার পাশাপাশি নতুন এবং অনভিজ্ঞ পরিমনি নামের এক মেয়েকে এককভাবে উদ্বোধনী পারফর্ম করানোর জন্য ঠিক করেছেন গুলজার। পরিমনি নামের অর্বাচীন এ মেয়েটির বিরুদ্ধে চিত্রপুরীতে অনেক অভিযোগ রয়েছে। অনুষ্ঠানে মেয়েটিকে দিয়ে গুলজার চিত্রনায়িকা কবরী অভিনীত একটি ছবির ‘এট্টুসখানি দেখ, একখান কথা রাখ, ভালোবাইসা একবার আমায় বউ বইলা ডাক’ শিরোনামের এ গানে এককভাবে উদ্বোধনী পারফর্ম করাচ্ছেন বলেই খবর পাওয়া গেছে। এ নিয়ে চিত্রাঙ্গনে বেশ কানাঘুষার সৃষ্টি হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একজন জনপ্রিয় এবং প্রতিষ্ঠিত চিত্রনায়িকা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এরকম বিতর্কিত এবং অনভিজ্ঞ একটি মেয়েকে দিয়ে উদ্বোধনী পারফর্মেন্স করানোটা সত্যিই হতাশাজনক। এতে প্রধানমন্ত্রীর কাছে আমাদের চলচ্চিত্রের দৈন্যতাই ফুটে উঠবে।’ এ ব্যাপারে এফসিডি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে সূত্র জানায়, পরিমণিকে দিয়ে এককভাবে পারফর্ম করানোর ব্যাপারে তারা নাখোশ। এরইমধ্যে কর্তৃপক্ষ থেকে জানিয়ে দেয়া হয়েছে যে, এককভাবে কাউকে পারফর্ম করানো যাবে না।