মেহেরপুরের গাংনীতে ৯ জুয়াড়ি আটক

গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী থানা পুলিশ অভিযান চালিয়ে ৯ জুয়াড়িকে আটক করেছে। গতকাল শনিবার দুপুরে বাওট মাদরাসার পেছনে বাঁশবাগান থেকে তাদেরকে আটক করা হয়। উদ্ধার করা হয় ৩ সেট তাস ও নগদ ৫ হাজার ১শ টাকা। আটককৃতরা হচ্ছে- গাংনীর ছাতিয়ান গ্রামের শুকুর আলীর ছেলে শরীফ (৪০), শমসের আলীর ছেলে শহীদুল(৫৫), ফয়েজ আলীর ছেলে আলীফ (৪০), লুৎফর আলীর ছেলে সোহেল রানা (৪৫), সামসুদ্দিনের ছেলে আজিজুল (৩৫), নুর বক্সের ছেলে শহিদুল (৪৫), মেহের আলীর ছেলে আক্কাছ (৫৫), বাওট গ্রামের পলান মণ্ডলের ছেলে বাবলু (৩৫) ও ওয়াজেদ আলীর ছেলে বকুল (৩৫)।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন জানান, বাওট গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় বামন্দী পুলিশ ক্যাম্পের এসআই শুশান্ত ও সঙ্গীয় ফোর্স তাদেরকে আটক করে। তাদের নামে মামলা দায়েরপূর্বক আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।