গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামে পুলিশের এক অভিযানে ডাকাত দলের সর্দ্দার রুশনাই মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে। গতকাল শনিবার এ অভিযান চালানো হয়। রুশনাই আকুবপুর গ্রামের মুক্তার বিশ্বাসের ছেলে আন্তজেলা ডাকাতদলের সর্দ্দার বলে জানায় পুলিশ।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন জানান, তার বিরুদ্ধে ২০১২ সালে গোয়ালগ্রামে ডাকাতির মামলায় মেহেরপুর আদালত গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এছাড়াও বেশ কয়েকটি অভিযোগ রয়েছে তার নামে। বিকেলে তাকে মেহেরপুর জেল কারাগারে পাঠানো হয়েছে।