বৈশাখে বেলাল খান ও পূজার গান

স্টাফ রিপোর্টার: নতুন গান নিয়ে আসছেন বেলাল খান ও পূজা। পহেলা বৈশাখ উপলক্ষে গানটি তৈরি হয়েছে। একটি মিশ্র অ্যালবামে প্রকাশ পাবে তাদের গাওয়া নতুন গানটি। শিল্পীরা জানান, এটি প্রেমের গান নয়। চিরায়ত বাংলার সৌন্দর্য তুলে ধরা হয়েছে রঙিলা বৈশাখ শিরোনামের গানটিতে। দিকে দিকে তল্লাটে তল্লাটে, হৈ হৈ হৈ হৈ হল্লাতে হল্লাতে- এমন কথার গানটি লিখেছেন সোমেশ্বর অলি। এর সুর ও সঙ্গীতায়োজন করেছেন বেলাল খান ও প্রীতম হাসান। এরই মধ্যে গানটির মিউজিক ভিডিও তৈরি হয়েছে। এটি নির্মাণ করেছেন শুভব্রত সরকার। গত ২৭ মার্চ এর দৃশ্যধারণ হয়েছে এফডিসিতে। গানটিতে মডেল হয়েছেন নাদিয়া ও নিয়াজ। তাদের পাশাপাশি নৃত্য করেছে একটি পেশাদার নাচের দল। ১ এপ্রিল থেকে রঙিলা বৈশাখ গানটি বিভিন্ন টিভি চ্যানেলসহ ইউটিউবে দেখা যাবে বলে শিল্পীরা জানান। গান গাওয়ার পাশাপাশি ভিডিওচিত্রেও অংশ নিয়েছেন বেলাল ও পূজা। এ প্রসঙ্গে বেলাল খান বলেন, ‘পূজার সঙ্গে এর আগে একটি প্রেমের গানে কণ্ঠ দিয়েছি। এবার গেয়েছি বৈশাখের গান। আশা করি শ্রোতারা নতুন গানটি পছন্দ করবেন।’ পূজা বলেন, ‘এটি অনেকটা নাচের গান। শুনলেই নাচতে ইচ্ছে করবে। ভিডিওচিত্রে আমাকেও নাচতে দেখা যাবে। আশা করছি, বৈশাখের গানটি সবার ভালো লাগবে।