নিজেকে স্মরণীয় করে রাখতে বিমান বিধ্বস্ত করেছেন লুবিৎজ!

মাথাভাঙ্গা মনিটর: নিজের নাম স্মরণীয় করতে রাখতেই জার্মানউইংয়ের এয়ারবাস এ৩২০ বিধ্বস্ত করেছেন বিমানটির সহপাইলট আন্দ্রেয়াস লুবিৎজ। গতকাল শনিবার লুবিৎজের সাবেক এক প্রেমিকা উদ্ধৃতি দিয়ে জার্মান পত্রিকা অনলাইনে এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে বলা হয়, মেরি ডব্লিউ (২৬) নামে এক প্রেমিকাকে গত বছর লুবিৎজ বলেছিলেন, একদিন আমি এমন একটা কিছু করবো যাতে পুরো পদ্ধতিটাই বদলে যায়। তারপর সবাই আমার নাম জানবে এবং আমাকে মনে রাখবে। মেরি বলেন, আমি তখন বুঝতে পারেনি এর মাধ্যমে তখন ও (লুবিৎজ) কি বুঝাতে চেয়েছিলো। কিন্তু আমি এখন ঠিক বুঝতে পারছি। তিনি বলেন, লুবিৎজ মানসিকভাবে বিপর্যন্ত ছিলো। ও প্রায়ই  দুঃস্বপ্ন দেখে জেগে উঠতো এবং আমরা নিচে পড়ে যাচ্ছি বলে চিৎকার করতো। এদিকে শুক্রবার আন্দ্রেয়াস লুবিৎজের বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র ও কয়েকটি চিরকুট জব্দ করেছে পুলিশ। এ চিরকুটগুলোতে লুবিৎজের মানসিক বিষন্নতার আভাস পাওয়া যায়। এগুলোর মধ্যে একটি চিরকুটে বিমান বিধ্বস্তেরও ইঙ্গিতও পাওয়া যায়। উল্লেখ্য, স্পেনের বার্সেলোনা থেকে জার্মানির ডুসেলডর্ফ যাওয়ার পথে মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে ফ্রান্সের দক্ষিণাঞ্চলে আল্পস পর্বতমালায় ১৪৪ জন যাত্রী ও ছয়জন ক্রুসহ মোট ১৫০ জন আরোহী নিয়ে জার্মানউইংসের বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় আরোহীদের সবাই নিহত হয়েছেন।