খবর:(আলমডাঙ্গার পূর্বকমলাপুর ব্রিজমোড়ে কৃষকদের ভয় দেখিয়ে পোস্টারিং)
কেন ওদের করে না ভয়-ডর
ওরা নাকি ভীষণ ভয়ঙ্কর
ভূতের মতো করে বসে
নেতার ঘাড়ে ভর।
ওই বেটারা মানুষ খুনের যম
অপরাধও যায় করে হরদম
হয় পয়মাল চাষির ফসল
সাহস কি আর কম?
ছন্নছাড়া বদমাইশের দল
কেন ওরা পায় না প্রতিফল
খুন খারাবির ভয় দেখানোর
জোগায় কারা বল?
-আহাদ আলী মোল্লা