মাথাভাঙ্গা মনিটর: বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল খেলেই একদিনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের অধিনায়ক মাইকেল ক্লার্ক (৩৩)। বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে আজ রোববার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। ফাইনালের আগের দিন শনিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এক সংবাদ সম্মেলনে অবসরের এ ঘোষণা দেন ২০০৩ সালে একদিনের ক্রিকেটে অভিষেক হওয়া মাইকেল ক্লার্ক।
সংবাদ সম্মেলনে ক্লার্ক বলেন, অস্ট্রেলিয়া দলের পক্ষ হয়ে আজ রোববার হবে আমার শেষ একদিনের ক্রিকেট ম্যাচ। আমি আমার সহ-খেলোয়াড়, আমাদের প্রশাসক জেমস সুথারল্যান্ড এবং প্রধান নির্বাচক রড মার্শ এবং কোচ ড্যারেন লেহমানের সাথে কথা বলে তাদের জানিয়ে দিয়েছি যে আজকের ম্যাচই হবে আমার একদিনের ক্রিকেটে শেষ ম্যাচ। তিনি বলেন, আমি মনে করি আমার জন্য এটাই সঠিক সময়। চার বছর আগে অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের অধিনায়ক হওয়ার সুযোগ পাওয়ায় আমি সৌভাগ্যবান ।
ক্লার্ক বলেন, আশা করছি এটা আমার টেস্ট ক্যারিয়ারকে আরো দীর্ঘায়িত করবে। ওটা আমার কাছে সবর্দা অগ্রগণ্য। টেস্টে আমার সফলতা ধরে রাখতে চাই। আর তাই একদিনের ক্রিকেট থেকে বিদায় নেয়ায় আমি টেস্টে আমাকে আরো বেশি মেলে ধরার সুযোগ পাবো। অস্ট্রেলিয়ার হয়ে মাইকেল ক্লার্ক ২৪৪টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে সাত হাজার সাত রান করেছেন। তিনি আটটি শতক এবং ৫৭টি অর্ধশতক রান করেছেন। ক্লার্ক ৭৩টি ম্যাচে দলের নেতৃত্ব দিয়েছেন যার মধ্যে ৪৯ টিতে জয় পেয়েছে অস্ট্রেলিয়া।