ইতিহাস গড়লেন ভারতের সাইনা

মাথাভাঙ্গা মনিটর: প্রথম ভারতীয় নারী ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে বিশ্বৱ্যাকিঙের শীর্ষস্থানে উঠে এসেছেন সাইনা নেহাল। গতকাল শনিবার নয়া দিল্লিতে ইন্ডিয়া ওপেন সুপার সিরিজ ব্যাডমিন্টন টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে থাইল্যান্ডের রতচানক ইনতাননের কাছে অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ক্যারোলিনা মেরিন হেরে গেলে ৱ্যাঙ্কিঙে শীর্ষে ওঠে যান সাইনা। অলিম্পিকে ব্রোঞ্জজয়ী সাইনাও রয়েছেন এ টুর্নামেন্টে। গতকাল শনিবারই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে জাপানের ইয়ুয়ি হাশিমোতোকে হারিয়ে প্রথমবারের মতো ইন্ডিয়া ওপেনের ফাইনালেও উঠে গেছেন তিনি। এর আগে শুক্রবার নয়া দিল্লির সিরি ফোর্ট স্পোর্টস কমপ্লেক্সে ইন্দোনেশিয়ার হানা রামাধিনিকে হারিয়ে প্রথমবারের মতো ইন্ডিয়া ওপেনের সেমিফাইনালে ওঠেন সাইনা।

উল্লেখ্য, প্রথম ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে বিশ্ব ৱ্যাঙ্কিঙের শীর্ষে ওঠেন প্রকাশ পাড়ুকোন।