স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা সদরের ছোটশলুয়ার আতাহার আলীর ছেলে আব্বাস আলী (৫০) সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে নিজ গ্রামে আলমসাধুর ধাক্কায় মোটরসাইকেল থেকে আছড়ে পড়ে গুরুতর আহত হন। তার একটি বা গুঁড়িয়ে গেছে। তিনিসহ তার শয্যাপাশে থাকা লোকজন ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেছেন, গ্রামেরই এক নতুন আলমসাধুচালক ছুটে এসে পেছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে আছড়ে পড়ে আব্বাস আলী গুরুতর জখম হন। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় গতকালই তাকে ঢাকায় নেয়ার পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক।