আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের আন্দুলবাড়িয়ায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। গত শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আন্দুলবাড়িয়া গোডাউনপাড়ার দিনমজুর আব্দুল মণ্ডলের ছেলে ইয়াসিন (৩) গত শুক্রবার সকালে তার দাদা কুলতলা হঠাতপাড়ার জাহান আলীর বাড়িতে বেড়াতে যায়। বেলা সাড়ে ১১টার দিকে পুকুর পাড়ে খেলতে গিয়ে পা ফসকে পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে ডুবন্ত অবস্থায় শিশু ইয়াসিনকে উদ্ধার করা হয়। জীবননগর উপজেলা স্ব্যাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিকেল সাড়ে ৫টার দিকে শিশু ইয়াসিনের লাশ আন্দুলবাড়িয়া খাঁজা পরেশ ঈদগা ময়দানে জানাজা শেষে তার লাশ রওজা গোরস্তানে দাফন করা হয়।