মেহেরপুরে সাহিত্য পরিষদের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

 

মেহেরপুর অফিস: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় সাহিত্য পরিষদ মেহেরপুর জেলা শাখার আয়োজনে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনায় সভাপতিত্ব করেন জেলা সাহিত্য পরিষদের সভাপতি নূরুল আহমেদ। অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইদুর রহমান, আব্দুল মজিদ ও মোমিনুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- জেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নূর আলম। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করের তানিয়া আলী, মাসুদুল হাসান, তীর্থ সাহা, নির্জনা, অমৃতা প্রমুখ। কবিতা আবৃত্তি করেন সফিকুর রহমান সেন্টু ও আব্দুল্লাহ হেল বাকি। নৃত্য পরিবেশন করে ফুর্তি, যুথিকা, তপতি, হৃদি, তিথি প্রমুখ। যন্ত্রসঙ্গীতে ছিলেন আল মামুন, অনল, সুমন আযম, সেলিম রেজা, শ্যামল, সাঈদ প্রমুখ।

Leave a comment