মহসিন নামের এক এইচএসসি পরীক্ষার্থী আটক

দামুড়হুদায় পিকনিকের টাকা জোগাড় করতে স্বেচ্ছায় হেরোইন বহন

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় পিকনিকের টাকা জোগাড় করতে গিয়ে হেরোইন বহনকালীন সময় মহসিন (২২) নামের এক এইচএসসি পরীক্ষার্থীকে ১০ গ্রাম হেরোইনসহ আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে দর্শনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার দর্শনা রেলবাজার জামে মসজিদ মার্কেট এলাকা থেকে তাকে আটক করেন। আটক মহসিন দর্শনা জয়নগর গ্রামের দোয়াত আলীর ছেলে।

জানা গেছে, গতকাল শুক্রবার সকালে মহসিন তার পিতার কাছে পিকনিকের জন্য টাকা চাই। কিন্তু বাবা টাকা দিতে অস্বীকৃতি জানান। পিতার কাছে টাকা না পেয়ে শেষমেষ ওই কলেজছাত্র এলাকার এক মাদকব্যবসায়ীর স্মরণাপন্ন হয় এবং ৩শ টাকার বিনিময়ে সে সীমান্ত এলাকা থেকে দর্শনা বাজারে হেরোইন পৌঁছিয়ে দেয়ার জন্য রাজি হয়। মহসিন সীমান্ত এলাকা থেকে হেরোইন বহন করে আনার সময় দর্শনা রেলবাজার জামে মসজিদ মার্কেট এলাকায় পৌঁছুলে দর্শনা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ওই কলেজছাত্রকে ১০ গ্রাম হেরোইনসহ আটক করে। এ ব্যাপারে দামুড়হুদা থানায় একটি মামলা হয়েছে।

Leave a comment