ভারতের বর্ধমান বিস্ফোরণের ৯ জঙ্গিই বাংলাদেশে!

 

স্টাফ রিপোর্টার: নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির নয় জঙ্গি ভারতের পশ্চিমবঙ্গ থেকে আবার বাংলাদেশে আত্মগোপন করেছে। পশ্চিমবঙ্গের বর্ধমানের খাগড়াগড়ে বোমা বিস্ফোরণের ঘটনায় এ নয়জন জড়িত। তারা গ্রেফতার এড়াতে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আত্মগোপন করেছে বলে জানিয়েছে দেশটির জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। সম্প্রতি বাংলাদেশ সরকারকে দেয়া এক চিঠিতে তারা এসব তথ্য জানিয়ে জঙ্গিদের গ্রেফতারের অনুরোধ জানিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এনআইএ নয় জেএমবি সদস্যের নাম-পরিচয় ও ছবি দিয়ে একটি তালিকা পাঠিয়েছে। সেই সাথে চিঠিতে তাদের গ্রেফতারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও অনুরোধ করা হয়েছে। তালিকায় থাকা জঙ্গিদের মধ্যে রয়েছে- মাওলানা ইউসুফ শেখ ওরফে বক্কর ওরফে মুহাম্মদ, বোরহান শেখ, হাবিবুর রহমান শেখ, জহিরুল শেখ, আবুল কালাম আজাদ ওরফে আজাদ, কাদের কাজী ওরফে কাদের, মোস্তাফিজুর রহমান  ওরফে সাকিব ওরফে তুহিন, আবদুল ওহাব ও লাল মুহাম্মদ লাল্টু ওরফে ইব্রাহিম ওরফে সাইফ।

পশ্চিমবঙ্গের খাগড়াগড়ে গত বছরের ২ অক্টোবর একটি দোতলা বাড়িতে বোমা বিস্ফোরণে দুজনের মৃত্যু হয়। তদন্তে জানা যায়, সেখানে শক্ত ঘাঁটি গেড়েছিলো জেএমবি। এ ঘটনায় জড়িত অভিযোগে ১৬ জনকে গ্রেফতার করে তদন্ত সংস্থা এনআইএ। আরও অন্তত ১২ জন পলাতক রয়েছে। তাদেরই নয়জন ভারতের আইনশৃঙ্খলা বাহিনীর চোখে ধুলো দিয়ে এদেশে ঢুকে পড়েছে বলে দাবি এনআইএর।

এ প্রসঙ্গে ৱ্যাবের গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল আবুল কালাম আজাদ বলেন, নয় জঙ্গির পালিয়ে থাকার তথ্য উল্লেখ করে এনআইএ বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট দফতরে চিঠি দিয়েছে। এখনো সেই চিঠি র্যাবের কাছে এসে পৌঁছেনি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে নজরদারি বাড়ানো হয়েছে।

Leave a comment