বিধ্বস্ত বিমানের কো-পাইলটের বাড়িতে তল্লাশি

 

মাথাভাঙ্গা মনিটর: ফ্রান্সের আল্পস এলাকায় মঙ্গলবার বিধ্বস্ত জার্মানউইংসের বিমানটির কো-পাইলট আন্দ্রেয়াস লুবিৎসের বাড়ি তল্লাশি করেছে পুলিশ। এ সময় একটি কম্পিউটারসহ কিছু জিনিসপত্র আটক করা হয়েছে বলে জানা গছে। ধারণা করা হচ্ছে, এ কো-পাইলট নিজেই এ-৩২০ বিমানটি পর্বতের মধ্যে আছড়ে ফেলে তিনি নিজেসহ ১৫০ জন আরোহীর সবার মৃত্যু ঘটান। কেন তিনি এ কাজ করেছেন তা এখনো জানা যায়নি। পুলিশ বলছে, তারা কিছু ক্লু পেয়েছেন। ফ্লাইট রেকর্ডারে পাওয়া তথ্য থেকে মনে হচ্ছে, বার্সেলোনা থেকে ডুসেলডর্ফগামী বিমানটির প্রধান পাইলট একবার ককপিট থেকে বেরিয়ে যাওয়ার পরই মি. লুবিৎস ভেতর থেকে দরজা বন্ধ করে দেন এবং বিমানটি দ্রুতগতিতে নিচে মামিয়ে এনে পর্বতের ওপর আছড়ে ফেলেন। এ নিয়ে এখন তদন্ত চলছে এবং জানা যাচ্ছে যে ২০০৮ সালে মি. লুবিৎস মানসিক চিকিৎসার জন্য তার বিমান চালনার প্রশিক্ষণ মাঝপথে বন্ধ রাখতে বাধ্য হয়েছিলেন। তিনি বিষণ্ণতায় ভুগছিলেন বলে মনে করা হচ্ছে। জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী টমাস জে মেইৎসিয়ার বলেছেন, নিরাপত্তা পরীক্ষায় পাইলটের ব্যাপারে অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি।