দামুড়হুদায় ডিপিএল ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন

 

দামুড়হুদা প্রতিনিধি: ‘মাদককে না বলি-বাল্যবিয়ে প্রতিরোধ করি’ এ স্লোগানকে সামনে রেখে দামুড়হুদা সদর ইউনিয়নের উদ্যোগে জাকজমকপর্ণ আয়োজনের মধ্যদিয়ে দামুড়হুদা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টায় দামুড়হুদা স্টেডিয়ামে দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক শরীফুল আলম মিল্টনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা, উপজেলা মহিলা বিষয়ক কমকর্তা রাজ কুমার পাল, উপজেলা নির্বাচন অফিসার আবু দাউদ, উপজেলা মৎস্য অফিসার সমীর কুমার সরকার, দামুড়হুদা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক যুবলীগ নেতা ইউসুফ আলী, ইউপি সদস্য আবুল হাশেম, রাশেদুল ইসলাম, হাসান আলী, রাজধানী এক্সপ্রেসের স্বত্বাধিকারী আ. হাকিম, বাংলা লায়নের স্বত্বাধিকারী সন্টু, সেনেটারি হাউজের স্বত্বাধিকারী আমিনুর ইসলাম রশিদ প্রমুখ। উদ্বোধনী দিনে বাংলা লায়ন ও বেঙ্গল টাইগার্সের মধ্যে টুর্নামেন্টের প্রথম খেলা অনুষ্ঠিত হয়। বেঙ্গল টাইগার্স টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। বাংলা লায়ন প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৬ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করে। ১২৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে বেঙ্গল টাইগার্স ১৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৮১ রান সংগ্রহ করে। ফলে বাংলা লায়ন ৪৩ রানে জয়লাভ করে। বাংলা লায়নের খেলোয়াড় ইমরান ব্যক্তিগত ৬৮ রান ও ৫ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বচিত হন। দর্শক সারীতে ইয়াছির আরাফাত লেমন ও আশরাফুল দুটি ওভার বাউন্ডারি ক্যাচ ধরে পুরস্কার জিতে নেন। বেঙ্গল টাইগার্সের খেলোয়াড় কুতুব সেরা ক্যাচার নির্বাচিত হন। খেলায় আম্পায়ার ছিলেন বাশার ও বাবু। খেলায় ধারাভাষ্য দেন মিল্টন চেয়ারম্যান, শামিম খান ও জনি। স্কোরার ছিলেন লিটন। সার্বিক সহযোগিতায় ছিলেন আয়োজক কমিটির শাহিন। দামুড়হুদা সেনেটারি হাউজের পক্ষ থেকে ম্যান অব দ্য ম্যাচ, সেরা ক্যাচার ও সর্বোচ্চ ওভার বাউন্ডারি হাকানো খেলোয়াড়কে পুরস্কৃত করা হয়। আজ শনিবার একই মাঠে একই সময়ে রাজধানী এক্সপ্রেস ও ড্রিম সেন্টারের মধ্যে টুর্নামেন্টের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হবে।