চুয়াডাঙ্গা কুন্দিপুরের আলমগীর হত্যার ৩৮ দিন অতিবাহিত: আসামিরা ঘুরছে পুলিশের নাকের ডগায়

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদরের কুন্দিপুর গ্রামে ৩৮ দিন আগে পূর্বশত্রুতার জের ধরে রাতের আঁধারে ঘরে ঢুকে আলমগীর নামের একজনকে কুপিয়ে হত্যা করে তারই ৩ আত্মীয়। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করলেও আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াছে বলে আলমগীরের পরিবারের অভিযোগ। নেপথ্যে স্থানীয় প্রশাসনের মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়ারও অভিযোগ করেছে।

অভিযোগে জানা গেছে, ১৯ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের কুন্দিপুর গ্রামের আলমাছের ছেলে আলমগীর হোসেনকে (৩৫) রাতের আঁধারে পূর্বশত্রুতার জের ধরে কুপিয়ে হত্যা করে তারই বোনের স্বামী দোস্ত গ্রামের আব্দুল জলীলের ছেলে মাদকব্যবসায়ী আব্দুল হান্নান, ভাই মান্নান এবং মান্নানের ছেলে শাহীন। এ ঘটনায় নিহতের পিতা আলমাছ আলী হান্নান, মান্নান ও শাহীনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার ৩৮ দিন অতিবাহিত হলেও আসামিরা প্রকাশ্যে পুলিশের নাকের ডগায় ঘুরে বেড়ালেও তাদেরকে গ্রেফতার করছে না বলে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। অভিযোগে আরও জানানো হয়েছে স্থানীয় প্রশাসন আসামিদের সাথে নিয়মিত যোগাযোগ রেখে বিষয়টি মীমাংসার জন্য প্রত্যক্ষভাবে চাপ দিচ্ছে। এ বিষয়ে হিজলগাড়ি ক্যাম্প পুলিশের ইনচার্জ এএসআই মুহিতুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত মোবাইলফোন বন্ধ পাওয়া যায়।