স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার আকন্দবাড়িয়ার রহমত আলী ও বাবুল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় সদর থানার এসআই মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন। সংশ্লিষ্ট মামলায় আজ আদালতে সোপর্দ করা হতে পারে।
পুলিশ জানিয়ে, চুয়াডাঙ্গার আলুকদিয়া ইউনিয়নের আকন্দবাড়িয়ার হকারজেলা আলীর ছেলে রহমত আলী (১৯) ও ইকলাস উদ্দিনের ছেলে বাবুল হোসেন (১৮) একটি মামলায় এজহারভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে আকন্দবাড়িয়ায় অভিযান চালিয়ে তাদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।