দামুড়হুদার কার্পাসডাঙ্গা–দর্শনা সড়কের দুর্গাপুর মোড়ে করিমন-সিএনজি মুখোমুখি সংঘর্ষ
কুড়ুলগাছি/ভ্রাম্যমাণ প্রতিনিধি: সিএনজির ধাক্কায় শ্যালোইঞ্জিনচালিত করিমন উল্টে ১ যাত্রী নিহত এবং ৫ জন আহত হয়েছেন। এদের অবস্থা আশঙ্কাজনক। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে দুর্গাপুর কবরস্থান মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত লালন (১৭) দামুড়হুদার কার্পাসডাঙ্গা ভূমিহীনপাড়ার সুনীল দাসের ছেলে। আহতরা হলেন- ধান্যঘরা গ্রামের ইবাদতের ছেলে আসাদুল (৩৫) এবং দুর্গাপুর গ্রামের জামাত আলীর ছেলে করিমনচালক উজ্জল (২২)। এছাড়াও অজ্ঞাত পরিচয়ের আরো দুজন মহিলা ও দুজন শিশু তারা বিভিন্ন ক্লিনিকে ভর্তি রয়েছে বলে জানা গেছে। দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের দুর্গাপুর-কার্পাসডাঙ্গা করিমনস্ট্যান্ড থেকে যাত্রী বোঝাই করে দর্শনার উদ্দেশে রওনা হয়। দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের দুর্গাপুর কবরস্থান মোড়ে করিমনটি পৌঁছুলে বিপরীত থেকে আসা সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যাত্রীভর্তি করিমনটি যখন দুর্গাপুর কবরস্থান মোড়ে পৌঁছায় তখন বিপরীত থেকে আসা যাত্রীবাহী সিএনজি মুখোমুখি সজোরে ধাক্কা দেয়। করিমন থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই লালন মারা যায় বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। স্থানীয় জনগণ আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে মারা যায় লালন। এদের মধ্যে আসাদুল ও করিমনচালক উজ্জ্বলের অবস্থা আশঙ্কাজনক। এদিকে নিহতর লাশ নিজ বাড়িতে নেয়া হলে গ্রামজুড়ে নেমে আসে শোকের ছায়া। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে আকাশ। আজ সকাল ৯টায় কোপমরপুর কাঁঠালতলার শ্মশানঘাটে তার মরদেহ দাহ করা হবে বলে জানিয়েছেন পরিবারের লোকজন। এদিকে দুর্গাপুর গ্রামের লোকজন সিএনজি আটকে রাখে।