ইয়েমেনে সৌদি বিমান হামলা অব্যাহত : নিহত ৩৯

 

মাথাভাঙ্গা মনিটর: ইয়েমেনে হুতি লক্ষ্যবস্তুগুলোতে দ্বিতীয় দিনের মতো সৌদি আরবের নেতৃত্বে ১০টি দেশ পরিচালিত বিমান হামলার কমপক্ষে ৩৯ জন নিহত হয়েছে। এদিকে ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদি সৌদি রাজধানী রিয়াদে পৌঁছেছেন। গতকাল শুক্রবার ইয়েমেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সানার উত্তরে একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এ সময় ঘাঁটিটির আশপাশের আবাসিক এলাকার ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়। এ নিয়ে সৌদি নেতৃত্বে হামলা শুরুর পর থেকে ৩৯ জন নিহত হলো। ইয়েমেনের বন্দর নগর এডেনে বিদ্রোহীদের ব্যাপক হামলার মুখে প্রেসিডেন্ট হাদি দেশ ছেড়ে পালিয়েছেন। গত বুধবারের পর থেকে তিনি কোথায় আছেন তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হওয়ার পর তিনি সৌদি আরবে আশ্রয় নিয়েছেন বলে শুক্রবার সৌদি কর্মকর্তারা নিশ্চিত করেছেন। সৌদি কর্মকর্তারা আরো জানিয়েছেন, শনিবার এক শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার জন্য হাদি মিশরে যাবেন। সৌদি কর্তৃপক্ষ বুধবার রাত থেকে ইয়েমেনে বিমান হামলা শুরু করে। ইরান সৌদি আরবের এ পদক্ষেপকে বিপদজনক হিসেবে অভিহিত করে তা পুরো অঞ্চলে রক্তপাত সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছে।