আলমডাঙ্গার পূর্বকমলাপুর ব্রিজমোড়ের অদূরে কৃষকদের ভয় দেখিয়ে পোস্টারিং : আতঙ্ক

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের পূর্বকমলাপুর ব্রিজমোড়ে অদূরের রাস্তার পাশের কাঁঠাল বাগানে মাঠের কৃষকদের ভয় দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করার জন্য পোস্টারিং করেছে কে বা কারা। গতকাল সকালে কৃষি কাজ করার সময় কাঁঠাল বাগানের গাছের সাথে শাদা কাগজে হাতে লেখা পোস্টার টেপ ও আঠা দিয়ে মারা অবস্থায় দেখতে পেলে মাঠে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানা গেছে, আলমডাঙ্গার মুন্সিগঞ্জের পূর্বকমলাপুর ব্রিজমোড়ের অদূরের রাস্তার পাশের কাঁঠালবাগানে, পানপরজে যেতে নিষেধ করে পোস্টারিং করেছে। শাদা কাগজে টেপ ও আঠা দিয়ে কাঁঠাল ও ইপিলইপিল গাছ এবং মেহগনি গাছের সাথে হাতে লেখা ছোট কাগজে চিরকুট লিখে পোস্টারিং করেছে। পোস্টারে লেখা আছে ‘বরজের পাশে কেউ যাবেন না, রিস্ক আছে। কোনোটায় লেখা পানবরজে কেউ যাবেন না, প্রাণ যাওয়ার ভয় আছে। মাঠের কৃষকেরা জানান, বর্তমানে পানবরজে পান নেই, কেবল মাত্র লতা নামিয়ে ছোট করা হয়েছে। পানচোরেরা এ পোস্টার মারতে পারে না। গতকাল শুক্রবার সকালে চিরকুট পোস্টার দেখার পর থেকে কৃষকদের মাঝে আতঙ্ক ছড়িয়েছে। মাঠের কৃষকদের সাথে নিয়ে অনুসন্ধান চালিয়ে বাগানের মাঝে আরো একটি চিরকুট পড়ে থাকতে দেখা যায়। সেটাতে লেখা, ঝাড়ের ভেতর আত্মা আছে, লিচু বাগানে আত্মা আছে, বরজের পাশে লিচুবাগান আছে, বরজের পাশে দয়া করে কেউ যাবেন না অনুরোধ করছি- লিখন, তানজিন, রাশেদ, শুভ, সাঈদ মাহিয়ান, ফয়ছাল। সংবাদ পেয়ে মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ জানায়, হাতে লেখা ছোট কাগজে চিরকুট পোস্টারটি ছোট করে দেখা হচ্ছে না।