আত্মীয়র লাশ দাফন শেষে বাড়ি ফেরার পথে লাশ হলেন মরিয়ম

আলমডাঙ্গার রায়সায় আলমসাধু থেকে ছিটকে পড়ে দুর্ঘটনা

 

স্টাফ রিপোর্টার: আত্মীয়ের লাশ দাফন শেষে বাড়ি ফেরার পথে লাশ হলেন আলমডাঙ্গার রায়সার মধ্যবয়সী মহিলা মরিয়ম খাতুন (৫২)। আহত হয়েছেন সকেলা খাতুন নামের অপর এক মহিলা। আহত সকেলা খাতুনকে গুরুতর আহত অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে গতকাল শুক্রবার দুপুর আড়াইটার দিকে আলমডাঙ্গার রায়সা গ্রামের।

পুলিশ ও এলাকাবাসীসূত্রে জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের রায়সা শানবাধাপাড়ার আবদার আলীর স্ত্রী সকেলা খাতুন (৫৫), জানার উদ্দিনের স্ত্রী মরিয়ম খাতুনসহ ১০-১২ জন মহিলা গতকাল শুক্রবার সকালে খাসকররার সরুর আলমসাধুযোগে একই উপজেলার জহুরুলনগর গ্রামের আত্মীয়ের লাশ দেখতে যান। দুপুরে ফেরার পথে খাসকররা-রায়সা সড়কের শানবাধাপাড়ার কালভার্টের অদূরে পৌঁছুলে আলমসাধু থেকে সকেলা খাতুন ও মরিয়ম খাতুন পড়ে যান। মরিয়ম খাতুনের মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ায় তিনি ঘটনাস্থালের মারা যান। সকেলা খাতুনের পেটের ওপর দিয়ে আলমসাধু চাকা চলে যাওয়ায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাদের দুজনকে হাসপাতালে নেয়ার পথে খাসকররা বাজারে প্রাথমকি চিকিৎসা দেয়ার সময় মরিয়ম খাতুনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আশঙ্কাজন অবস্থায় সকেলা খাতুনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। পুলিশের অনুমতি নিয়ে গতরাতেই মরিয়ম খাতুনের লাশের দাফন প্রক্রিয়া করা হয়। নিহত মরিয়ম খাতুন দু ছেলে ও ৪ মেয়ের জননী ছিলেন।