দর্শনা মা ও শিশু জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে বিনামূল্যে ওষুধ ও চিকিৎসাসেবা প্রদান

 

দর্শনা অফিস: দর্শনা মা ও শিশু হাসপাতালের উদ্যোগে এলাকার ১২শ দুস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেয়া হয়েছে। বিভিন্ন রোগে অভিজ্ঞ ১০ জন চিকিৎসক এ চিকিৎসাসেবা দেন। কেরুজ আখচাষিদের অর্থায়নে প্রতিষ্ঠিত দর্শনা মা ও শিশু জেনারেল হাসপাতাল। এ হাসপাতালের চিকিৎসাসেবার মান বেশ উন্নত হওয়ায় দিন দিন ব্যাপকভাবে বেড়েছে রোগী সাধারণের সংখ্যা। আখচাষি কল্যাণ সংস্থা এবং মা ও শিশু জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ এলাকার দুস্থ রোগীদের চিকিৎসাসেবার কথা ভেবেই দিলো বিনামূল্যে ওষুধ ও চিকিৎসাসেবা। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বিভিন্ন রোগ বিষেশজ্ঞ ডা. ওয়ালিউর রহমান নয়ন, ডা. আব্দুর রহমান, ডা. কামরুল হুদা, ডা. রফিকুল ইসলাম, ডা. পারভীন ইয়াসমিন, ডা. সেলিমা আখতার সিমু, ডা. আনিছুর রহমান, ডা. জাহাঙ্গীর আলম, ডা. রাশেদুজ্জামান, ডা. আরিফ দিয়েছেন বিনামূল্যে ওষুধ চিকিৎসাসেবা। হাসপাতাল চত্বরে প্রায় ১২শ রোগীকে বিভিন্ন রোগের চিকিৎসা ও ওষুধ দেয়ায় আখচাষি কল্যাণ সংস্থা ও হাসপাতাল কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছে এলাকার সুধীমহল। ডা. রফিকুল ইসলামের সার্বিক পরিচালনায় চিকিৎসাসেবাকালীন বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আখ কল্যাণ সংস্থার আ. হান্নান, হাজি আকমত আলী, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, ওমর আলী, আব্দুর বারী, হাজি নজরুল ইসলাম, অ্যাড. নুরুল ইসলাম, হাজি খালেকুজ্জামান, শফিকুল ইসলাম, এনামুল কবির, নেয়াজ, সেলিম, রহিম, আশিক, সোহেল, নার্গিস, নাসরিন, রুমানা, জোচনা, মনিরা, আঙ্গুরা প্রমুখ।