যশোর শিক্ষাবোর্ড আন্তঃকলেজ ভলিবলে আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ চ্যাম্পিয়ন

দামুড়হুদা প্রতিনিধি: যশোর শিক্ষাবোর্ড আন্তঃকলেজ ভলিবল প্রতিযোগিতায় দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল বুধবার বিকেলে যশোরের খাজুরা কলেজমাঠে দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ ও কার্পাসডাঙ্গা কলেজের মধ্যে প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ ২-০ সেটে কার্পাসডাঙ্গা কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। গত ২৩ মার্চ সোমবার খাজুরা কলেজ যশোরের ব্যবস্থাপনায় যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আব্দুল মজিদ প্রধান অতিথি হিসেবে আঞ্চলিক পর্যায়ের এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

৩ দিনব্যাপি অনুষ্ঠিত প্রতিযোগিতায় মোট ২৭ কলেজ অংশ নেয়। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যশোর-৪ আসনের সংসদ সদস্য বাবু রঞ্জিত কুমার রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। চ্যাম্পিয়ন দলের পক্ষে দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের ক্রীড়াশিক্ষক মো. বশীর আহমেদ ও অধিনায়ক সুমন প্রধান অতিথির হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।

এ দিকে আঞ্চলিক পর্যায়ে দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ চ্যাম্পিয়ন হওয়ায় কলেজের সভাপতি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, কলেজের প্রিন্সিপাল কামাল উদ্দিন সকল খেলোয়াড় ও ক্রীড়া শিক্ষককে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

Leave a comment