মেহেরপুর অফিস: ২৫ মার্চ ভয়াল কালোরাত স্মরণে মেহেরপুর মৃত্তিকা গ্রুপ থিয়েটারের উদ্যোগে মশাল প্রজ্বলন করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহানগর উদ্যানে ওই মশাল প্রজ্জ্বল উদ্বোধন করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন। বক্তব্য রাখেন- মৃত্তিকা গ্রুপ থিয়েটারের সভাপতি মানিক হোসেন। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আসকার আলী, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক সাইদুর রহমান, বুড়িপোতা ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি জাফর ইকবাল, মৃত্তিকা গ্রুপ থিয়েটারের সাধারণ সম্পাদক আশহাদুর রহমান অনুসহ সংগঠনের সদস্যবৃন্দ।
ভয়াল কালোরাত স্মরণে মেহেরপুরে মশাল প্রজ্বলন
