চুয়াডাঙ্গায় প্রক্রিয়াজাত আলুর বিপণন ব্যবস্থা সম্প্রসারণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় প্রক্রিয়াজাত আলুর বিপণন ব্যবস্থা সম্প্রসারণ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউএসএআইডির এগ্রিকালচার ভ্যালু চেইন (এভিসি) প্রজেক্টের সহযোগিতায় দামুড়হুদার লোকনাথপুরের কনিকা সিডের সহযোগী প্রতিষ্ঠান শোভা এগ্রো মার্কেটিং চুয়াডাঙ্গা মালোপাড়ার ওয়েভ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মশালার আয়োজন করে।

গতকাল বুধবার সকাল ১০টা থেকে বেলা দুটা পর্যন্ত এ কর্মশালা চলে। কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) চুয়াডাঙ্গার উপপরিচালক নির্মল কুমার দে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক ডিএই উপপরিচালক এসএম শামসুল আনোয়ার, জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকতা আব্দুল লতিফ, বীজ প্রত্যায়ন এজেন্সির কর্মকর্তা কামরুল হক মিয়া, ইউএসএআইইডের এভিসি প্রকল্পের রিজিওনাল ম্যানেজার সাজ্জাদ হোসেন । অনুষ্ঠানটি সমন্বয় করেন শোভা এগ্রো মার্কেটিং কনিকা সিডের ম্যানেজিং ডিরেক্টর নুর আলম লিটন। বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির প্রোডাকশন কনসালটেন্ট মো. নাজিম উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন কনিকা সিড শোভা এগ্রো মার্কেটিঙের ম্যানেজার মমিনুল ইসলাম। সদর উপজেলা কৃষি কর্মকর্তা রকিবুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা হাসিবুল হাসান, দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা সুফি মো. রফিকুজ্জামান ও জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ এবং বিশিষ্ট আলু উৎপাদনকারী এসএম শরীফ উদ্দীন হাসুসহ আলুচাষি, ব্যবসায়ী ও ডিলাররা উপস্থিত ছিলেন।

Leave a comment