চুয়াডাঙ্গায় আউটসোর্সিং বিষয়ক প্রশিক্ষণ শুরু

 

স্টাফ রিপোর্টার: লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্পের আওতায় চুয়াডাঙ্গার দুটি ইউনিয়নের শিক্ষিত বেকার নারীদের নিয়ে কম্পিউটারে আউটসোর্সিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা মাস্টারপাড়ার রাহেলা খাতুন গার্লস একাডেমীতে প্রশিক্ষণের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুন উজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। প্রশিক্ষণ বিষয়ে বক্তব্য রাখেন সাংবাদিক মানিক আকবর, কর্মসূচির প্রশিক্ষক সম্রাট আহম্মেদ এবং রাহেলা খাতুন গার্লস একাডেমীর সভাপতি শওকত আলী। ১৫ দিনব্যাপি চলমান এ প্রশিক্ষণে চুয়াডাঙ্গার মোমিনপুর ও আলুকদিয়া ইউনিয়নের ৪০ জন শিক্ষিত বেকার নারী অংশ নিয়েছেন।

Leave a comment