উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক কর্মশালায় চুয়াডাঙ্গা সদর ইউএনও

যুব উন্নয়ন থেকে প্রশিক্ষ নিয়ে নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলুন

 

ডিঙ্গেদহ প্রতিনিধি: উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক কর্মশালা গতকাল বুধবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এ সভার আয়োজন করে। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুন উজ্জামান সভাপতিত্ব করেন।

তিনি বলেন, যুবরাই দেশের চালিকাশক্তি। ৯ মাসের মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন হয়েছিলো। মুক্তিযুদ্ধে যারা অংশ নিয়েছিলেন তারা দেশের যুবক। ইভটিজিং, মাদক, সন্ত্রাসী কর্মকাণ্ড পরিহার করে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে উদ্যোক্তা প্রশিক্ষণ নিয়ে নিজেকে স্বাবলম্বী করুন এবং দেশকে স্বনির্ভর করে গড়ে তুলুন। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হযরত। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়নের উপপরিচালক জাহিদুল ইসলাম, অতিরিক্ত পরিচালক মাসুম আহাম্মেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম, সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম হায়দার, উপজেলা মৎস্য কর্মকর্তা শহিদুল হক, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান নুরুন্নাহার কাকলি, আওয়ামী লীগ নেতা শওকত আলী। যুব উন্নয়ন অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজার আসাদুজ্জামান আসাদের উপস্থাপনায় বক্তব্য রাখেন শাহিন সুলতানা মিলি ও বিল্লাল হোসেন।

Leave a comment