আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দু মোবাইলচোরকে জেল-জরিমানা করা হয়েছে। এক ছিঁচকে চোরকে ৬ মাসের জেল ও অপর চোরকে দু হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল বুধবার সকালে সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেটের অফিসে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হয়।
জানা গেছে, উপজেলার কুলপালা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে জাহিদ আলীকে (২৬) গত মঙ্গলবার সকালে কুলপালা গ্রামের একটি বাড়িতে মোবাইল চুরি করার সময় হাতেনাতে আটক করে গোকুলখালী ক্যাম্প পুলিশের হাতে তুলে দেয়া হয়। অপরদিকে মঙ্গলবার রাতে কমলাপুর পুলিশ ক্যাম্প মাঝহাট গ্রাম থেকে চুয়াডাঙ্গা বাগানপাড়ার মৃত নুর ইসলামের ছেলে আলিমকে (৪০) দুটি মোবাইলসহ আটক করে থানায় নেয়। গতকাল সকালে দু মোবাইলচোরকে সহকারী কমিশনার ভূমির অফিসে নিয়ে যায়। পরে নিবার্হী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) আসিফুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোবাইলচোর জাহিদকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আলিমকে দু হাজার টাকা জরিমানা আদায় করেন। এ সময় উপস্থিত ছিলেন এসআই বদিউর রহমানসহ সঙ্গীয় ফোর্স।