আলমডাঙ্গার মহিরের ৫ বছরের জেল ও জরিমানা

হেরোইন নিজ হেফাজতে রাখা অপরাধে পুলিশের দায়ের করা মামলার রায়
স্টাফ রিপোর্টার: মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখা ও বহনের অভিযোগে মহির উদ্দীনকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার জেলা ও দায়রা জজ বিপ্লব গোস্বামী এ রায় দেন। দণ্ডিত মহির উদ্দীন পলাতক রয়েছে। গ্রেফতার কিংবা আত্মসমর্পণের দিন থেকে সাজার মেয়াদ শুরু হবে।
                মামলা সূত্রে জানা গেছে, ২০১০ সালের ২০ অক্টোবর আলমডাঙ্গা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে এরশাদপুর চাতালমোড়ে ওল্টু মাস্টারের আমবাগানে মাদক বেচাকেনা হচ্ছে। এমন সংবাদ পেয়ে এএসআই আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে আলমডাঙ্গা কলেজপাড়ার আমির মিস্ত্রীর ছেলে মহির উদ্দীনকে ৩২ পুরিয়া হেরোইনসহ আটক করে। এ ঘটনায় ১৯৯০ সানের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১)’র টেবিল ক্রমিক নং ১ (ক) ধারায় মামলা রুজু হয়। এ মামলায় আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতিত প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচার ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার টাকা অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেন।

Leave a comment