বিশ্ব বাজারে জ্বালানি তেলের দরপতন অব্যাহত

 

মাথাভাঙ্গা মনিটর: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরেকদফা কমেছে। সর্বশেষ দরপতনে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ৫০ ডলারের নিচে নেমে গেছে। এ নিয়ে গত আট মাসে বিশ্ব বাজারে অপরোশিধোত তেলের দাম অর্ধেকেরও নিচে প্রায় ৬০ শতাংশ কমলো। বাজার বিশ্লেষকরা বলছেন, ওপেক এর উৎপাদন কমানোর আহ্বানে সৌদি আরব সাড়া না দেয়ায় অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য পতন অব্যাহত রয়েছে। মঙ্গলবার নর্থ সি ব্যারেন্টের অপরিশোধিত জ্বালানি তেল ব্যারেল পিছু আগের চেয়ে ৩৪ সেন্ট কমে অর্থাৎ ৫৫ দশমিক ৫৮ ডলারে বিক্রি হয়েছে। এদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই’র অপরিশোধিত জ্বালানি তেল ব্যারেল পিছু ৪৮ সেন্ট কম দামে অর্থাৎ ৪৬ দশমিক ৯৭ ডলারে বিক্রি হয়েছে। ওপেকের সর্ববৃহৎ তেল উৎপাদনকারী দেশ সৌদি আরব প্রতিদিন ১ কোটি ব্যারেল তেল উত্তলন করছে বলে ঘোষণা দেয়ার পর নতুন করে তেলের মূল্যপতন ঘটে। জ্বালানির তেলের দাম ব্যারেল প্রতি ৫০ ডলারের নিচে নেমে যাওয়ায় ভেনিজুয়েলার মতো কিছু দেশ আর্থিক সঙ্কটের স্বীকার হয়েছে। ওপেক এর ১২ সদস্য গত মাসে তেল উৎপাদনের যে মাত্রা নির্ধারণ করে দিয়েছিলো সৌদি আরব তার চেয়ে দৈনিক প্রায় সাড়ে তিন লাখ ব্যারেল বেশি তেল উত্তোলন করছে।