প্রভাষককে বাসায় জিম্মি করে লাখ টাকা চাঁদা দাবি : উঠতি বয়সী ৪ যুবক আটক

চুয়াডাঙ্গা কলেজপাড়ায় নিজেদের ছাত্রের অভিভাবক সেজে দরজার কড়া নেড়ে ভয়ঙ্কর মূর্তি ধারণ

 

স্টাফ রিপোর্টার: হুমকি দিয়ে এক লাখ টাকা চাঁদা আদায়ের সময় হাতে নাতে ধরা পড়েছে উঠতি বয়সী তিন যুবক। এদের দেয়া তথ্যের ভিত্তিতে আরো একজনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গতকাল সন্ধ্যার পর ৪-৫ জন যুবক চুয়াডাঙ্গা সরকারি কলেজপাড়ার বাসিন্দা বড়শলুয়া মডেল কলেজের প্রভাষক জান মোহাম্মদ ওরফে জোস মোহাম্মদের নিকট চাঁদাবাজির সময় কৌশলে পুলিশ ডেকে তিনজনকে ধরিয়ে দেয়া হয়। গ্রেফতারের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরা চাঁদাবাজির কথা স্বীকার করেছে বলে জানিযেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- চুয়াডাঙ্গা হকপাড়া মোস্তাফিজুর রহমানের ছেলে আশরাফুজ্জামান (২১), জীবননগর বাসস্ট্যান্ডপাড়ার নাজমুল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম (২১), ঝিনাইদহ কোর্টচাঁদপুরের সলেমানপুর পালপাড়ার আমিনুর ইসলামের ছেলে কাজ অরণ্য ইসলাম হিমেল ও সিঅ্যান্ডবিপাড়ার শহিদুল ইসলামের ছেলে জুয়েল রানা। জুয়েল রানাকে মধ্যরাতে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। বাকি তিনজনই ধরাপড়ে হাতেনাতে। গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজন আসন্ন এইসএসসি পরীক্ষার্থী।

জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের বোয়ালিয়ার জয়নাল আবেদীনের ছেলে জান মোহাম্মদ ওরফে জোস মোহাম্মদ বড়শলুয়া কলেজের প্রভাষক। তিনি চুয়াডাঙ্গা কলেজপাড়ায় বসবাস করেন। প্রাইভেটও পড়ান। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর কয়েক যুবক ছাত্রদের অভিভাবক সেজে প্রভাষকের বাসার দরজার কড়া নাড়ে। দরজা খোলার সাথে সাথে কৌশলে আতঙ্কগ্রস্ত করে ফেলে প্রভাষককে। প্রাইভেট পড়িয়ে অনেক টাকা আয় করছো, চাঁদা দিতে হবে। এক লাখ টাকা চাঁদা না দিলে খুন করা হবে। এ হুমকির এক পর্যায়ে প্রভাষক ভীত সন্ত্রস্ত হলেও প্রভাষক পত্নী বিষয়টি আঁচ করে কৌশলে তার পিতাকে জানান। পিতা খবর দেন পুলিশে। পুলিশ ঘটনাস্থলে পৌছুনোর পূর্ব পর্যন্ত প্রভাষক ও প্রভাষক পত্নী কৌশলে কালক্ষেপণ করতে থাকেন। এরই মাঝে ঘটনাস্থলে পৌঁছান সদর থানার এসআই আছের ও শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবুল খায়েরসহ সঙ্গীয় ফোর্স। হাতেনাতে ধরা পড়ে আশরাফুজ্জামান, রাকিবুর ইসলাম ও হিমেল। পুলিশ পৌঁছুনোর আগেই প্রভাষকের বাড়ি থেকে তিন হাজার টাকা হাতিয়ে নিয়ে মোটরসাইকেলযোগে সরে পড়ে জুয়েল রানা। সে নিজেকে জনৈক পুলিশ অফিসারের নিকজন বলে পরিচয় দিয়ে অনেকের মাঝেই সমালোচিত। হাতেনাতে ধরাপড়া তিজনের দেয়া তথ্যের ভিত্তিতে গতরাত ১২টার দিকে তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

সদর থানা পুলিশ বলেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা রুজু করা হয়েছে। আজ বুধবার আদালতে সোপর্দ করা হতে পারে। অপরদিকে গ্রেফতারকৃত দু যুবকের পিতা বলেছেন, কয়েক দিন পরই এইচএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা। এরই মাঝে সঙ্গ দোষে কী করতে গিয়ে কী করেছে বুঝে উঠতে পারছি না। উঠতি বয়সী ওরা হয়তো না বুঝেই করেছে।

Leave a comment