মাথাভাঙ্গা মনিটর: আফগানিস্তানে অন্ত্যেষ্টিক্রিয়ার প্রচলিত প্র্রথা হলো মরদেহ বহন করবেন পুরুষেরা। কবর দেবার সকল প্রথাগত কাজও পুরুষরাই সম্পন্ন করেন। তবে এই প্রথমবারের মতো সেই রীতি ভাঙলেন কাবুলের কিছু নারী। কয়েকদিন আগে গণপিটুনিতে নিহত এক নারীকে এভাবেই মর্যাদা দেন তারা। ফারখুন্দা নামের ওই নারীকে ইসলামের ধমগ্রন্থ কোরআন পোড়ানোর অভিযোগে পিটিয়ে হত্যা করে ক্ষুব্ধ জনতা। এরপর তার মরদেহে আগুন ধরিয়ে দেয়া হয়।