দুর্ঘটনায় আহত ব্যক্তির নিকট থেকে ৩০ হাজার টাকা চুরি?

স্টাফ রিপোর্টার: দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তির নিকট থেকে ৩০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে সাহাহ্যকারী সাজা অজ্ঞাত ব্যক্তি। গতকাল সোমবার দুপুরে ডুগডুগি পশুহাটের অদূরে পাউয়ারটিলার দুর্ঘটনায় আহত হওয়ার পর তার নিকট থাকা ৩০ হাজার টাকা অজ্ঞাত ব্যক্তি হাতিয়ে নেয় বলে অভিযোগ করেছেন আহত ব্যক্তি দর্শনা রামনগরের মৃত ওমর আলীর ছেলে রফিকুল। তিনি বলেছেন, গরু কেনার জন্য টাকা নিয়ে ডুগডুগি যাই। পাউয়ারটিরার দুর্ঘটনায় জখম হই। স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নেয়। হাসপাতালে ভর্তির পর দেখি টাকা নেই।

Leave a comment