দর্শনা অফিস: খানেকটা ঝিমিয়ে গেলেও অবশেষে সকল জটিলতা কাটিয়ে আগামী ৩ এপ্রিলই অনুষ্ঠিত হচ্ছে দর্শনা পুরাতন বাজার দোকান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন। এ নির্বাচনে কিছুটা ভাটা পড়লেও ফের চাঙ্গা হয়ে উঠেছে প্রার্থী, ভোটার ও সমর্থকরা। পুরোদমে নির্বাচনের মাঠ চষতে শুরু করেছে প্রার্থীরা। পুনরায় ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনের কার্যক্রম চলছে। গতকাল সোমবার প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ, দাখিল, প্রত্যাহার, বাচাই ও প্রতীক বরাদ্দের নির্ধারিত দিন ছিলো। এ নির্বাচনে সভাপতি পদে মাঠে রয়েছেন- আশরাফুল আলম বাবু (মই), হাজি আব্দুর রাজ্জাক (হাতপাখা) ও সাবেক সভাপতি আব্দুণ মোমিন (চেয়ার), সহসভাপতি পদে রফিকুল ইসলাম (মাছ), আনিছুর রহমান (মোরগ), সাধারণ সম্পাদক পদে কিবরিয়া আজম (ছাতা), সাইফুল ইসলাম সোহেল (চাঁদতারা), শফিকুল ইসলাম সেন্টু (গোলাপফুল) সহসম্পাদক পদে আশুতোষ বিশ্বাস (হরিণ) সফর উদ্দিন (আনারস), কোষাধ্যক্ষ পদে আব্দুর রাজ্জাক তরফদার শাহীন (টিউবওয়েল) তরিকুল ইসলাম (হারিকেন) দপ্তর সম্পাদক পদে আব্দুস সামাদ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ৫টি ওয়ার্ডের সদস্য পদে রয়েছেন- ১ নং ওয়ার্ডে আনোয়ার হোসেন (টেবিল ফ্যান), তরিকুল ইসলাম (ডাব) ও দুলাল চন্দ্র সাহা (মোটরসাইকেল)। এছাড়া ২ নং ওয়ার্ডে মোমিন শরীফ, ৩ নং ওয়ার্ডে মফিজুর রহমান, ৪ নং ওয়ার্ডে রাকিবুল ইসলাম ও ৫ নং ওয়ার্ডে আক্তার হোসেন লালু বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।